Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

 

১। স্বচ্ছতা ও জবাবদিহিতার

    মাধ্যমে সুশাসন নিশ্চিত করণ

১ .১ অনলাইনে দাপ্তরিক সেবা নিশ্চিত করণ।

১.২  ই-টেন্ডারিং এর মাধ্যমে সকল প্রকার ক্রয় প্রক্রিয়া

      সম্পন্ন করা অব্যাহত রাখা।

১.৩ নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীদের

     প্রশিক্ষণ  প্রদান

১.৪ তথ্য প্রযু&&ক্ত ভিত্তিক জেলা পরিষদের ভূ-সম্পত্তি লীজ

     ব্যবস্থাপনা।

২। গ্রামীন অবকাঠামোর টেকসই

    উন্নয়ন, সংস্কার ও  রক্ষণাবেক্ষণ

২.১ উপজেলা/ইউনিয়ন পর্যায়ে জনপথ, কালভার্ট ও ব্রিজ

     নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং টেকসই উন্নয়ন।

২.২ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ।

২.৩ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান নির্মাণ, সংস্কার,রক্ষণাবেক্ষণ।

২.৪ অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল ও আধুনিক

     ডাকবাংলো  ব্যবস্থাপনা।

৩। সকলের জন্য নিরাপদ পানি

    সরবরাহ

 

৩.১ টেকসই, নিরাপদ ও কমিউনিটি ভিত্তিক সুপেয় পানি

     সরবরাহ ব্যবস্থা  নিশ্চিত করা।

৩.২ ভূগর্ভস্থ পানির অপব্যবহার রোধ করে ভূ-উপরিস্থ পানি

     ব্যবহার বৃদ্ধি করণ।

৩.৩ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং আর্সেনিক

     বিষয়ক সচেতনতা  বৃদ্ধি।

৩.৪ জেলা পরিষদের মালিকানাধীণ সকল জলাশয় পুনঃখনন

    ও রক্ষণাবেক্ষণ।

৪। দুস্থ, অসহায় ও প্রামিত্মক

    জনগোষ্ঠীর আর্থ-সামাজিক

    কল্যাণ সাধন করা

৪.১ দুঃস্থ প্রতিবন্ধী অসহায় বৃদ্ধ জনগোষ্ঠীকে এককালীন

     অনুদান/ভাতা  প্রদান।

৪.২ দুস্থ ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান ।

৫। উন্নয়ন কর্মকান্ডে নারীর

    অংশগ্রহণে অগ্রাধিকার।

৫.১ আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান এবং উপকরণ সরবরাহ।

৫.২ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

৫.৩ শিক্ষা প্রতিষ্ঠানে আগত মা’দের স্বসিত্ম প্রদানের জন্য

      অপেক্ষাগার/সেড  নির্মাণ।

৬। জলবায়ুর পরিবর্তনজনিত

    সমস্যা মোকাবেলায় কর্মসূচী

    প্রণয়ন ও বাসত্মবায়ন।

৬.১ রাসত্মার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষ

   রোপন ও  রক্ষণাবেক্ষণ।

৭.২ সৌর সড়কবাতি স্থাপনের মাধ্যমে পরিবেশ ও জীবন

   যাত্রার মান উন্নয়ন।

৭। মুক্তিযুদ্ধের চেতনা বাসত্মবায়ন

    ও জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

৭.১ জেলা পরিষদে লাইব্রেরী স্থাপন এবং বঙ্গবন্ধু ও

    বাংলাদেশ কর্নার স্থাপন।

৭.২ জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন।

৭.৩ জেলায় অবস্থিত সাধারণ পাঠাগারের নির্মাণ, সংস্কার,

রক্ষণাবেক্ষণ।

৮। গোপালগঞ্জ জেলায় আগত

     ব্যক্তি বর্গের জেলা সম্পর্কে

     পজিটিভ ধারণা প্রদান

৮.১ গোপালগঞ্জ জেলার ৫টি প্রবেশ পথে সুদৃশ্য জেলা গেট

     নির্মাণ।